Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৬

এমডি সেক্রেটারিয়েট

ব্যবস্থাপনা পরিচালক পিডিবিএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এগারো সদস্যের বোর্ড অব গভর্নর্স দ্বারা পিডিবিএফ পরিচালিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদাধিকার বলে বোর্ডের সভাপতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এর সহ-সভাপতি, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিব এবং অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিবের নীচে নন এমন পদমর্যাদার একজন কর্মকর্তা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। পদাধিকার বলে উক্ত চারজন ছাড়াও অন্য সাতজন সদস্যের মধ্যে রয়েছেন ফাউন্ডেশনের সুফলভোগীদের মধ্য থেকে চারজন সদস্য এবং প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসাবে রয়েছেন তিন জন সদস্য।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মূল লক্ষ্য পল্লী এলাকার দারিদ্র্য দূরীকরণে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং নারী পুরুষ সমতার বিকাশ সাধন করা। এ লক্ষ্যকে সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনা পরিচালক নিম্বলিখিত কার্যাবলী করে থাকেন।

 

* ফাউন্ডেশনের উদ্দেশ্যসমূহ পূরণ করা।

*ফাউন্ডেশনের আর্থিক স্বনির্ভরতা অর্জন এবং সংরক্ষনের প্রতি সুদৃঢ় দৃষ্টি রেখে চলমান বাজার শক্তির সাথে সংগতিপূর্ণ একটি সুশৃংখল প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা।

* ঊর্দ্ধতন বিভাগীয় প্রধানদের নিয়োগ করা এবং ফাউন্ডেশনের প্রয়োজনীয় অন্যান্য কর্মচারীদের  নিয়োগ তত্ত্বাবধান করা।

* বোর্ডের নীতিমালা বাস্তবায়ন করা এবং নীতিগত বিষয়ে সুপারিশ প্রদান করা।

* বোর্ডে উপস্থাপনের জন্য রিপোর্ট, ডেটা তৈরী করা।

* বোর্ড কর্তৃত নির্ধারিত স্থানে ও সময়ে বোর্ডের সভা করা।

* সরকার কর্তৃক প্রদত্ত অনুদান এবং ঋণের মাধ্যমে ফাউন্ডেশনের তহবিল গঠন করা।

* বাজেট প্রনয়নঃব্যবস্থাপনা পরিচালক প্রত্যেক আর্থিক বছরের জন্য প্রাক্কলিত আয় ও ব্যয় এবং উক্ত আর্থিক বছরের জন্য যে পরিমান অর্থের প্রয়োজন হতে পারে তা উল্লেখ করে বাজেট প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের অনুমোদনের জন্য দাখিল করেন।

* নিরীক্ষাঃফাউন্ডেশনের বাৎসরিক হিসাব পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক নিযুক্ত একজন চার্টার্ড একাউন্টেন্ট নিয়োগ দেন।

* রিটার্ন ইত্যাদিঃ সরকার সময় সময় যেরুপ নির্দেশ করে, ব্যবস্থাপনা পরিচালক সেইরুপ রিটার্ন, প্রতিবেদন ও বিবরণীসমূহ সরবরাহ করে থাকেন।

* প্রত্যেক আর্থিক বৎসর শেষ হওয়ার পর সারা বৎসরব্যাপী ফাউন্ডেশনের কার্যক্রমের উপর একটি বার্ষিক প্রতিবেদন তৈরী করেন।

* নীতি প্রনয়ণ ও বাস্তবায়ন করা।

* প্রধান কার্যালয়ের সকল বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে সমন্বয় ও যোগাযোগ করা।

* পিডিবিএফ এর সকল প্রশাসনিক নথির চুড়ান্ত অনুমোদন করা হয়।

* মাঠ পর্যায়ের ঋণ আদায় ও বিতরনে মনিটরিং করা ও সর্বাত্তক সহযোগীতা করা।

* আন্তঃবিভাগীয় ও বৈদেশিক প্রশিক্ষণের জন্য চুড়ান্ত অনুমোদন ও প্রশিক্ষনার্থী বাছাই করা।