আইটি আইটি ও ইনোভেশন শাখার দায়িত্ব এবং ভূমিকা |
আইটি বিভাগ একের অধিক ভূমিকা পালন করে আসছে। আমাদের সংস্থায় আইটি বিভাগ কতৃক নিম্নোক্ত সেবা প্রদান করছেঃ ১) এন্ড ইউজার সাপোর্ট ২) অভ্যন্তরীন পদ্ধতি ও নেটওয়াকিং পরিচালনা ৩) আইটি এর প্রাকৃত ও যৌক্তিক পরিচালনা ৪) বাহ্যিক পদ্ধতিতে সহায়তা (যেমন ওয়েব পরিচালনা) ৫) বাহ্যিক নিরাপত্তা (কার্যক্ষমতা পরিদর্শন যুক্ত হতে পারে) ৬) পারিপার্শ্বিক অবস্থা পরীক্ষা এবং উপস্থাপনা পরিচালনাকরন ৭) অফিসের অফিস কর্মীদের উপস্থিতি পরিচালনার দায়িত্ব ৮) সফটওয়্যার পরিচালনার দায়িত্ব ক. পিআইএমএস (পোর্টফলিও ইনফরমেশন সিস্টেম) খ. জিএলপি (জেনারেল লেজার প্রোগ্রাম) গ. সোনালী সঞ্চয় সিস্টেম ঘ. টোটাল ডাটাবেজ পরিচালনা এবং মাস শেষে ফলাফল/ রিপোর্ট বের করা চুড়ান্ত ফলাফল এরপর পরিচালকবর্গ এবং অন্যান্য সুফলভোগীদের কাছে প্রেরন করা হয়
৯) উপরের তালিকা ব্যাপক বিস্তৃত এবং সম্পন্ন করে সকল সহায়তা সেবা।
উপরের তালিকার মধ্যে নিম্নোক্ত দায়িত্ব অথবা ভুমিকাগুলো পিডিবিএফ অফিসে নির্দিষ্ট। যেমন- ∙ নেটওয়ার্ক পরিচালনা ∙ ওয়েব পরিচালনা ∙ ডাটাবেজ পরিচালনা ∙ নিরাপত্তা/ নিয়ন্ত্রন পরিচালনা ∙ সহায়তা পরিচালনা ∙ শৃঙ্খলা পরিচালনা |