Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৬

যোগাযোগ শাখা

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন -এর জন্মলগ্ন থেকে যোগাযোগ শাখা প্রতিষ্ঠানটির ভাব মূর্তি অক্ষুন্ন রাখতে নিরলস ভাবে কাজ করে আসছে। যোগাযোগ শাখা মূলত পিডিবিএফ এর মুখপাত্র হিসেবে কাজ করে থাকে। এ শাখার কিছু নিয়মিত গুরুত্বপূর্ণ কাজ নিচে তুলে ধরা হলোঃ

 

০১। মিডিয়া সম্পর্কিতঃ

*প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র তৈরী করা।

*বিজ্ঞাপন হ্যান্ডেল করা।

*গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ স্থাপন ও পরিচিতি বজায় রাখা।

*গণমাধ্যম থেকে জিজ্ঞাসা সমূহের প্রতিক্রিয়া প্রদান করা।

*বিভিন্ন সম্মেলন ও ভ্রমন পরিচালনা করা।

*মিডিয়ার সংবাদসমুহ অনুসরণ এবং মূল্যায়ন করা।

০২। প্রকাশনা সমূহঃ

*বিভিন্ন সংস্থা ও কর্মী সহ জনসাধারনের জন্য উপকরন প্রস্তুত ও প্রকাশ।

*অন্যান্য বিভাগকে বিজ্ঞাপন এবং ইভেন্ট ঘোষণার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা।

*আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ব্রুশিয়ার, নিউজলেটার, নেইম ষ্ট্যান্ড ইত্যাদি তৈরী করা।

*জাতীয় এবং আন্তর্জাতিক দিবস উদযাপনের জন্য ফেষ্টুন, ব্যানার, ডিসপ্লে ষ্ট্যান্ড, সাইনবোর্ড, ও স্টিকার তৈরী করা।

০৩। অতিথি সম্পর্কিতঃ

*অতিথি অভ্যার্থনা কার্যক্রম পরিচালনা।

*পরিদর্শনের বিষয়সূচি এবং অন্যান্য ভ্রমন সম্পর্কিত বিষয়ে প্রস্তুতি গ্রহন।

*মাঠ ভ্রমন পরিচালন।

*অতিথিদের ভ্রমন সংশ্লিষ্ট উপকরন যেমনঃ ব্রুশিয়ার, ট্যুর গাইড, টেপ, ভিডিও, মানচিত্র প্রস্তুত করণ।

০৪। বিপণন প্রচারঃ

*গণমাধ্যম সম্পাদকীয় চ্যানেলের মাধ্যমে নতুন পণ্য বা সেবাসমূহ ঘোষনা করা।

*প্রচারনামূলক উপকরন সম্প্রসারণ এবং কার্যকর করা।

*বিভিন্ন  প্রদর্শনী ও বিপণন ইভেন্টস্-এ অংশ গ্রহন।

০৫। অন্যান্য দায়িত্বঃ

*সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন এবং রক্ষা করা।

*ওয়েব পোর্টাল পরিচালণ এবং নিয়মিত হালনাগাদ করণ।

*অন্যান্য বিভাগে জনসংযোগ সেবা প্রদান (ফটোগ্রাফিক সেবা, উপহার সামগ্রী ইত্যাদি প্রদান) ।

*প্রতিষ্ঠানে যে কোন অনুষ্ঠান চলাকালীন সময়ে যোগাযোগ শাখা ছবি তোলা, ভিডিও তৈরী এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য এই উপরণগুলো সংরক্ষন করে।

*সর্বসাধারণের তথ্য প্রদান।

*প্রয়োজনে এই বিভাগ কোন প্রোগ্রাম পরিচালনার জন্য স্পর্ন্সারশীপ ব্যবস্থা করে।