যথাযথ মর্যাদায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) প্রধান কার্যালয়ে ১৭ মার্চ ২০২১, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে নিম্নলিখিত কর্মসূচি পালন করা হয়।
দিনের প্রথম প্রহরে ১২:০১ মিনিটে পিডিবিএফ এর প্রধান কার্যালয়ে আলোকসজ্জার আয়োজন করা হয় এবং সূর্যদয়লগ্নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮:৩০ মিনিটে কোরআন খানির আয়োজন করা হয়। পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সকাল ১০:০০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১:০০ মি. এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর উদ্দেশ্যে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। পিডিবিএফ এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হলে সকাল ১১:১৫ মি. আলোচনা সভার আয়োজন করা হয়। পিডিবিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার। আমন্ত্রিত শিশুদের জন্য এরপর দুপুর ১:০০ মি. এ মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়। পিডিবিএফ প্রধান কার্যালয়ের সকল আমন্ত্রিত ও নিবন্ধিত কর্মকর্তা/কর্মচারীগণ এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।