পিডিবিএফ প্রধান কার্যালয়ের অডিট শাখার উদ্যোগে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত।
প্রকাশন তারিখ
: 2021-05-03
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) প্রধান কার্যালয়ের অডিট শাখার উদ্যোগে ০৩ এপ্রিল ২০২১ তারিখে এ শাখার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার মহোদয়। পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পিডিবিএফ এর পরিচালক মাঠ পরিচালন জনাব মোঃ আমিনুল ইসলাম, পরিচালক প্রশাসন জনাব মুহিউদ্দিন আহমদ পান্নু ও পরিচালক অর্থ জনাব শহীদুল হক খান। এছাড়া উক্ত সভায় প্রধান কার্যালয়ের সকল বিভাগ/শাখার অতিরিক্ত ও যুগ্ম পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান কার্যালয়ের অডিট শাখার কর্মকর্তবৃন্দ ও অঞ্চল পর্যায়ের অডিট দলনেতাসহ অন্যান্য কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন জনাব মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক অডিট।
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সকল অঞ্চলের অডিটের অগ্রগতি পর্যালোচনা করেন এবং তিনি সকল কার্যালয়ের অডিট এক বছরের মধ্যে শতভাগ সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তাছাড়া তিনি সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তাগিদ দেন।