পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর অডিট শাখার উদ্যোগে বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠ পরিচালন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব শহীদুল হক খান। সভাটি সঞ্চালনা করেন জনাব মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক অডিট। সভায় পিডিবিএফ এর আটটি অডিট টিমের অডিট দলনেতাসহ সকল সদস্যবর্গ অংশগ্রহণ করেন। সভায় ২০২০-২১ অর্থবছরের অগ্রগতি পর্যালোচনা, সেলফ অডিট কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া ২০২১-২২ অর্থ বছরের এ শাখার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের আশু সুস্থ্যতার জন্য উপস্থিত সকলে প্রার্থনা করেন।