Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০২১

প্রধান কার্যালয়ের সাথে সমিতি পর্যায়ে "ক‌রোনা ভাইরাসজ‌নিত প‌রি‌স্থি‌তি‌তে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক স‌চেতনতামূলক" কর্মশালা।


প্রকাশন তারিখ : 2021-05-31

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পি‌ডি‌বিএফ) পটুয়াখালী অঞ্চলাধীণ পটুয়াখালী সদর কার্যালয়ের প‌শ্চিম শিয়া‌লি মহিলা সমিতিতে "ক‌রোনা ভাইরাসজ‌নিত প‌রি‌স্থি‌তি‌তে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক স‌চেতনতামূলক" একটি প্রশিক্ষণ ফোরাম অনুষ্ঠিত হয়। উক্ত প্র‌শিক্ষণ ফোরা‌মে পি‌ডিবিএফ এর মাননীয় ব্যবস্থাপনা প‌রিচালক জনাব মুহম্মদ মউদুদউর র‌শিদ সফদার ম‌হোদয় ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন।
তাছাড়া পরিচালক  প্রশাসন, প‌রিচালক মাঠ প‌রিচালন ও পরিচালক অর্থ মহোদয় উপস্থিত ছিলেন। প্র‌শিক্ষ‌ণে পটুয়াখালী অঞ্চলের উপ-পরিচালক জনাব আব্দুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক, উপজেলা দা‌রিদ্র্য বি‌মোচন কর্মকর্তা এবং উক্ত সমিতির ৩৮ জন সদস্য উপ‌স্থিত ছি‌লেন। প্র‌শিক্ষ‌ণে ব্যবস্থাপনা প‌রিচালক ম‌হোদয় ক‌রোনা ভাইরাসজ‌নিত প‌রি‌স্থি‌তি‌তে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক স‌চেতনতামূলক বিষ‌য়ে গুরুত্বপূর্ণ দিক নি‌র্দেশনা প্রদান ক‌রেন।