পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্তৃক প্রস্তাবিত ‘‘পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প- ২য় পর্যায়’’ শীর্ষক প্রকল্পটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় মোট: ৫২৯.৬১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোসাম্মৎ হামিদা বেগম-কে শুভেচ্ছা প্রদান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।